করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, প্রয়োজন সতর্কতা | Coronavirus - COVID-19 |

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই, প্রয়োজন সতর্কতা

• অপরিষ্কার হাতে চোখ, নাক এবং মুখ স্পর্শ করবেন না। সবসময় সাবান দিয়ে মুখ ও হাত ধুয়ে রাখার চেষ্টা করুন।
• সর্দি, কাশি বা জ্বর হলে কোনপ্রকার উৎসব, কেনাকাটায় পরিবারের সাথে বাইরে না গিয়ে ঘরে থাকার চেষ্টা করুন
• যেকোন দরজা বা এলিভেটরের বাটন কনুইয়ের চাপ দিয়ে খোলার চেষ্টা করুন
• হাঁচি বা কাশি এলে মুখে রুমাল বা টিস্যু চাপা দিন। হাতের কাছে কিছুই না পেলে কনুই দিয়ে মুখ ঢাকার চেষ্টা করুন
• ব্যবহৃত টিস্যু, রুমাল ও মাস্ক যথাযথ স্থান বা ঢাকনাযুক্ত বিনে ফেলুন
• অফিস, সুপারশপ বা ফ্যাশন আউটলেটে গেলে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রেখে বসার বা ক্যাশ কাউন্টারে দাঁড়ানোর চেষ্টা করুন

  • No products in the cart.
Filters
x