বিশ্ব মা দিবস ২০২৩ উপলক্ষ্যে লা রিভের বিশেষ আয়োজন ‘মাকে নিয়ে লেখা’। প্রতিদিনের ব্যস্ততা, অভিযোগ বা খুনসুটির ভীড়ে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ-মা’কে আমরা প্রায়’ই বলতে ভুলে যাই, তার জন্য কত ভালোবাসা জমা আছে সন্তানের বুকে। এই মা দিবস হোক মায়ের জন্য ভালোবাসা জানাবার দিন।
তাই, আগামী ১৪ মে’র মধ্যে আপনিও লিখে ফেলুন মা’কে ঘিরে আপনার অনুভূতির কথা। সাথে পাঠিয়ে দিন মায়ের সাথে তোলা আপনার, কিংবা আপনার মায়ের সবচেয়ে প্রিয় ছবিখানি। মায়ের জন্য জিতে নিন লা রিভের পক্ষ থেকে অনি:শেষ শ্রদ্ধা, ভালোবাসা ও বিশেষ উপহার!
শর্তাবলী:
১. আজ (৮মে) থেকে আগামী ১৪ মে, ২০২৩ পর্যন্ত মা’কে নিয়ে লেখা ও ছবি পাঠানো যাবে।
২. লেখা ন্যূনতম ১৫০ শব্দ হওয়া বাঞ্চনীয়। এর চাইতে বেশি শব্দ’ও লেখা যেতে পারে তবে কোনভাবেই শব্দসংখ্যা ৩০০ এর বেশি হওয়া যাবে না। ওয়ার্ড ফাইল বা মেইল বডিতে লেখা যাবে। পিডিএফে লেখা গ্রহনযোগ্য নয়।
৩. মায়ের সাথে তোলা প্রিয় ছবি’র পরিবর্তে শুধু মা এর ছবিও পাঠানো যেতে পারে। ছবি মেইলে সংযুক্ত (attached) করতে হবে। ছবির রেজ্যুলেশন ও ফ্রেমিং ভালো হওয়া বাঞ্চনীয়।
৪. লেখা অবশ্যই মেইল করতে হবে। মেইলের ঠিকানা: care.lereve@gmail.com
৫. লেখা ও ছবির সাথে অবশ্যই নিজের ও মায়ের পূর্ণ নাম, ফোন নম্বর ও যোগাযোগের ঠিকানা উল্লেখ করতে হবে।
৬. লেখার মান ও ছবির উপস্থাপনার বিচারে বিজয়ী নির্ধারিত হবে। লা রিভ নির্ধারিত জুরি বোর্ডের সিদ্ধান্তে বিজয়ী নির্ধারণই চূড়ান্ত বলে বিবেচনা করা হবে।
৭. বিজয়ী লেখক ও তার মা এর জন্য লা রিভের পক্ষ থেকে সারপ্রাইজ গিফট নির্ধারিত রয়েছে। কোন অর্থমূল্যে এই উপহার প্রদেয় হবে না।
৮. বিজয়ীদের সাথে লা রিভ টিম ফোনকল অথবা ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করবে। বিজয়ী ঘোষণার পরবর্তী ১ দিনের মধ্যে বিজয়ী লেখক যোগাযোগ করতে ব্যর্থ হলে পরবর্তী অংশগ্রহনকারীকে বিজয়ী ঘোষণা করা হবে। এই বিষয়ে লা রিভ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।
৯. লেখা, ছবি ও লেখকের নাম-ঠিকানা লা রিভের অফিসিয়াল সোস্যাল মিডিয়া হ্যান্ডেল, পাবলিকেশন ও অভ্যন্তরীণ রেফারেন্সে ব্যবহার করার সকল অধিকার লা রিভ কর্তৃপক্ষ দ্বারা সংরক্ষিত।
১০. বিজয়ী ঘোষণার সম্ভাব্য তারিখ: ১৫ মে, ২০২৩
১১. কোন পূর্বনির্ধারিত কারণ প্রদর্শন ব্যতীত যেকোন মুহুর্তে এই কন্টেস্ট ও তার শর্তাবলী নির্ধারণ, পরিবর্ধন, পরিমার্জন বা বাতিল করার সকল অধিকার লা রিভ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।