লা রিভ
মা দিবস ২০২৪: মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে
কারা এই কন্টেস্টে অংশগ্রহন করতে পারবেন?
মা দিবস উপলক্ষ্যে লা রিভ আয়োজিত ’মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে’ কন্টেস্টে অংশগ্রহন করতে পারবেন সবাই। তবে অবশ্যই বয়স হতে হবে ১৮ বছরের উর্ধ্বে।
অংশগ্রহনের নিয়মাবলীঃ
১. এই প্রতিযোগিতায় আপনার মায়ের সাথে ঘোরাঘুরির সেরা মুহুর্তের ফটো, সাথে অনুভূতির কিছু লাইন লিখে আপলোড করতে হবে ফেসবুক বা ইন্সটাগ্রামে।
২. ক্যাপশনে অবশ্যই কন্টেস্টের নির্ধারিত হ্যাশট্যাগ #lereve #travelwithmom ব্যবহার করতে হবে।
৩. পোস্ট প্রাইভেসি অবশ্যই পাবলিক রাখতে হবে।
৪. সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ার করা ফটোর জন্যে থাকবে Le Reve এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরষ্কার।
কন্টেস্ট এর শর্তাবলীঃ
১. প্রতিযোগিতায় অংশগ্রহনের সময়সীমা আগামী ১২ই মে ২০২৪ পর্যন্ত।
২. অংশগ্রহনকারীদের অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হবে।
৩. প্রতিযোগিকে অবশ্যই তার আপলোড করা ছবিতে নির্ধারিত হ্যাশট্যাগ #lereve #travelwithmom ব্যবহার করতে হবে। এছাড়াও লা রিভের অফিশিয়াল পেইজ: @lerevecraze ট্যাগ দিতে পারেন।
৪. পোস্ট প্রাইভেসি অবশ্যই পাবলিক রাখতে হবে।
৫. এনগেজমেন্ট বাড়ানো জন্য কোন ধরনের প্রতারণার আশ্রয় নিলে ওই পোস্টটিকে বাতিল হিসেবে ঘোষণা করা হবে।
৬. পুরস্কারের বদলে নগদ অর্থ বা সমমূল্যের অন্য কোন পন্যের দাবি গ্রহনযোগ্য় নয়।
৭. বিজয়ীদের লা রিভের পক্ষ থেকে ফেসবুকের মেসেঞ্জারে যোগাযোগ করা হবে। ৩দিনের মধ্যে উত্তর না পেলে পরবর্তী প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করা হবে।
৮. প্রতিযোগিদের পোস্ট করা ছবি ও কন্টেন্ট লা রিভ তার সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মার্কেটিং চ্যানেলে প্রচারমূলক উদ্দেশ্যে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
৯. যেকোন মুহুর্তে এই কন্টেস্ট এর সময় বর্ধিত করার, শর্তাবলী পরিবর্তন করার বা কন্টেস্ট সমাপ্ত করার সকল অধিকার লা রিভ কতৃক সংরক্ষিত।