’কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা’
#LeReveSummerVibe
লা রিভ সামার ভাইব ক্যাম্পেইন কী?
প্রাণবন্ত রঙ, গ্রীষ্মের বর্ণিল উপকরণ আর দারুণ সব উৎসব-আয়োজন নিয়ে আবার ফিরেছে সামার। নতুন সিজনে হারিয়ে যান লা রিভের সাথে, কক্সবাজার সমুদ্র সৈকতে! কারণ প্রিয় গ্রাহক ও ফ্যানদের জন্য লা রিভ আয়োজন করেছে ‘লা রিভ সামার ভাইব’ ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ২ জন বিজয়ী পাবেন একজন করে সঙ্গী নিয়ে কক্সবাজার লং বিচ হোটেলে ২ রাত ৩ দিনের অবকাশ উদযাপন, হোটেল খরচসহ*! আর ৩য় বিজয়ী পাবেন একজন সঙ্গী নিয়ে ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ফুলকোর্স বুফে উপভোগের সুযোগ।
কীভাবে অংশগ্রহন করবেন?
লা রিভ সামার ভাইব ক্যাম্পেইনে অংশগ্রহনের করা খুবই সহজ। আজই আপনার সবচে পছন্দের লা রিভ পোশাক পরে অন্তত ২টি ছবি তুলে পোস্ট করুন নিজের ফেসবুক বা ইন্স্টাগ্রাম ওয়ালে। ছবি অবশ্যই লা রিভের নির্ধারিত থিমগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। পোস্টের ক্যাপশনে উল্লেখ করতে হবে থিমের নাম এবং #LeReve #LeReveSummervibe, #LeReveTuttiFruity #কোথাওআমারহারিয়েযাওয়ারনেইমানা @LeReve. মনে রাখবেন, পোস্ট প্রাইভেসি অবশ্যই পাবলিক হতে হবে। ক্যাপশন ছোট হলে সমস্যা নেই কিন্তু পোস্টে উল্লেখিত হ্যাশট্যাগগুলি না থাকলে ওই পোস্ট কোনভাবেই গ্রহনযোগ্য হবে না। সর্বোচ্চ লাইক, কমেন্ট এবং শেয়ারের ভিত্তিতে ৩জন বিজয়ী নির্বাচন করা হবে।
নির্বাচিত থিম:
১. প্রকৃতির সান্নিধ্যে
২. বন্ধু আর পারিবারিক আড্ডায় মেতে ওঠার আনন্দঘন মুহুর্ত
৩. বর্ণিল ফলের দোকান/ কর্নারে একদিন
৪. ট্রাভেলিং ইন স্টাইল!
অংশগ্রহনকারীরা যেকোন ১টি / একাধিক থিমে লা রিভ পোশাকে ছবি তুলে নিজের ফেসবুক ও ইন্সটাগ্রাম ওয়ালে ক্যাপশন ও #LeReveSummerVibe সহ পোস্ট করবেন।
বিজয়ীরা যা পাচ্ছেন:
১ম ও ২য় বিজয়ী: লং বিচ হোটেল, কক্সবাজারে ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারসহ ২ রাত ৩দিনের ভ্যাকেশন (১জন করে সঙ্গীসহ)
৩য় বিজয়ী: লা মেরিডিয়ান, ঢাকায় ১জন সঙ্গীসহ ১টি ফুল কোর্স বুফে ডিনার
অংশগ্রহনের শেষ তারিখ ২০ মার্চ। বিজয়ীদের নাম ঘোষণা ২৬ মার্চ ২০২১
শর্তাবলী:
১. পোস্ট প্রাইভেসি পাবলিক হতে হবে। অংশগ্রহনকারীকে অবশ্যই লা রিভ পোশাক পরিহিত হতে হবে।
২. অংশগ্রহনকারীদের থিম অনুসারে ন্যূনতম ২টি ছবি/সেলফি পোস্ট করার অনুরোধ করা হচ্ছে। ২এর অধিক ছবিও পোস্ট করতে পারবেন। তবে, শুধুমাত্র মূল পোস্টের এনগেজমেন্ট’ই বিবেচনা করা হবে। রেজ্যুলেশনে কোন বাধ্যবাধকতা নেই, তবে ক্যাপশনে #LeReve #LeReveSummervibe, #LeReveTuttiFruity #কোথাওআমারহারিয়েযাওয়ারনেইমানা @LeReve থাকা বাধ্যতামূলক।
৩. পোস্টে সর্বোচ্চ লাইক, কমেন্ট ও শেয়ারের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে। তবে লা রিভ জুরি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৪. এই ক্যাম্পেইনের যেকোন ছবি লা রিভ তার ফেসবুক ওয়াল, ওয়েবসাইট ও মিডিয়া কভারেজে ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
৫. ভ্যাকেশনে অবস্থান করার সময় বিজয়ীরা রিসোর্ট ও হোটেলের সকল নিয়ম-কানুন মেনে চলতে বাধ্য থাকবেন। লং বিচ হোটেলের নির্ধারিত ব্রেকফাস্ট-লাঞ্চ-ডিনার ছাড়া অন্য যেকোন স্ন্যাক্স/পানীয়/বুফে/অন্যান্য সার্ভিসের খরচ নিজেকে বহন করতে হবে।
৬. নির্ধারিত ভ্যাকেশন অফারের বাইরে যেকোন শপিং খরচ বিজয়ীরা নিজে বহন করবেন।
৭. লা রিভের কর্মী ও কর্মকর্তা, শেয়ারহোল্ডার এবং তাদের পরিবারের সদস্যরা এই ক্যাম্পেইনে অংশগ্রহন করতে পারবেন না।
৮. বিশেষ নোট: একটি স্বচ্ছ, সুষ্ঠ ও নিরপেক্ষ ক্যাম্পেইনের স্বার্থে লা রিভের টেকনিক্যাল টিম প্রতিটি পোস্টের অর্গানিক ও অথেনটিক এনগেজমেন্ট বিস্তারিত যাচাই-বাছাই করবে। যেকোন পোস্টে অস্বাভাবিক এবং ফেক বা নকল লাইক, কমেন্ট ও শেয়ার চিহ্নিত হলে সেই পোস্ট বাতিল বলে বিবেচিত হবে। সেক্ষেত্রে অর্গানিক এনগেজমেন্টের ভিত্তিতে প্রকৃত/পরবর্তী বিজয়ীকে নির্বাচিত করার সকল অধিকার লা রিভ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
৯. কোন পূর্ব নোটিস ছাড়া যেকোন সময় এই ক্যাম্পেইন স্থগিত করার, পরিবর্তন করার এবং যেকোন সময় যেকোন অফার পরিবর্তন করার সকল অধিকার লা রিভ কর্তৃপক্ষ সংরক্ষণ করে
হোটেল খরচ সহ*
• ১ম ও ২য় বিজয়ী একজন করে সঙ্গীসহ ক্যাম্পেইনের সহযোগি হোটেলে ২ রাত ৩দিন থাকা ও নির্ধারিত ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার।
• এই অফার ও ক্যাম্পেইনে কোন প্রকার যাতায়াত খরচ অর্ন্তভুক্ত নয়।
———————————————————————————-
Le Reve Summer Vibe
#LeReveSummerVibe
What is #LeReveSummerVibe Campaign?
Le Reve Summer Vibe celebration campaign invites & encourages its customers & fans to participate in an exciting campaign to celebrate this all-new summer season. The Campaign ‘Le Reve Summer Vibe’ will give 2 lucky participants an all-inclusive* 2 nights 3 days’ vacation at Long Beach Hotel in Cox’s Bazar & 1 lucky winner gets a full course dinner buffet for a couple at Le Meridian in Dhaka. And of course, all 3 of them are allowed to take 1 partner to celebrate this amazing win with them.
How to participate?
It’s super easy to participate! Individuals will share at least 2 images/selfies in their favorite Le Reve dress on their Facebook & Instagram timeline. The images should be reflecting the selected themes as listed below. The participant’s posts must have the caption with the theme name and the hashtag: #LeReve #LeReveSummervibe, #LeReveTuttiFruity #কোথাওআমারহারিয়েযাওয়ারনেইমানা @LeReve; exactly as formatted –They can use the post caption of their favorite theme as given or use their own which must include theme name and #LeReveSummerVibe. 3 winners will be selected based on the highest likes, comments and shares.
Selected Photo Themes:
Each participant must post their photos taken on the selected themes below:
- Being myself in nature
- The joy of being with friends & family
- Moments at a fruit market
- Traveling in style
Sample Caption:
- My favorite style while being myself in Nature. Enjoying my early days of summer #LeReve #LeReveSummervibe, #LeReveTuttiFruity #কোথাওআমারহারিয়েযাওয়ারনেইমানা @LeReve.
- My recent favorite summer party style, I love it. #LeReve #LeReveSummervibe, #LeReveTuttiFruity #কোথাওআমারহারিয়েযাওয়ারনেইমানা @LeReve.#LeReveSummerVibe.
- Another super cool day out with friends, it’s a sheer joy to be around with your friends.
These are just samples. But we believe, you can make amazing captions on your own! Just remember, skipping a long caption is okay, but hashtags are a MUST!
Winning Prizes:
1st & 2nd winner: 2 night and 3days Vacation including residence and Breakfast-Lunch-Dinner at Long Beach Hotel, Cox’s Bazar
3rd winner: A full course Buffet Dinner for 2 at Le Meridian Dhaka
You can participate till 20th March. Winners will be announced on 26th March 2021
Terms and Conditions:
- The post-privacy must be set to public.
- Participants are requested to post at least 2 images, but more than 2 images are also acceptable. But only the engagements on main post will be accepted for the final count. No resolution boundaries. But IT HAS TO BE YOUR FAVORITE LE REVE DRESS YOU ARE WEARING in the participating images.
- Participants must share their image or selfie with a caption mentioning the theme name & #LeReve #LeReveSummervibe, #LeReveTuttiFruity #কোথাওআমারহারিয়েযাওয়ারনেইমানা @LeReve on their Facebook page or Instagram. Participants can share post only with the hashtags if they don’t want a caption.
- Le Reve will declare three winners based on the highest number of post reactions (Likes, Shares & Comments) received on their post. However, the decision of the Le Reve Jury Board will be declared final.
- Le Reve reserves the right to share any participants’ posts on its Facebook page or media pages and website.
- Winners must abide by all the terms and conditions of the resort partner during their stay.
- Any other personal expenses beyond the mentioned offer (extra snacks, drinks, other services & shopping) will be borne by the winners.
- Le Reve staff, their family members and associated stakeholders are not allowed to participate in this contest.
- Le Reve Team will thoroughly check the highest engagement post and any post which will seem to have collected fake likes, comments or shares will be disqualified and Management reserves the right to choose the next deserving winner in that case.
- Le Reve reserves all the rights to withdraw/change the modality of the offer at any moment without any prior notice.
*All-inclusive means:
- First two winners get -2 night 3 days stay including breakfast, lunch & dinner at Cox’s Bazaar for two-person.
- Le Reve will not bear any travel or transportation cost for anyone in this whole campaign.