Le Reve Style Challenge 2020 : 11 Years Celebration

 

হ্যালো লা রিভ ফ্যান!!

লা রিভ উদযাপন করছে তার ১১তম বর্ষপূর্তি। এই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে Le Reve Style Challenge 2020 – Create your own versatile style statement!

আজই আপনার সবচে পছন্দের লা রিভ পোশাকগুলি পরে হয়ে উঠুন নিজের স্টাইল ভিডিওর মডেল। আর ভিডিওটি পাঠিয়ে দিন আমাদের ইমেইল care@lerevecraze.com এ। আমাদের পেজ থেকে নিজের ভিডিও শেয়ার করুন, কমেন্ট ও লাইক বাড়ান, আর সেরা ৩জন জিতে নিন ১১ হাজার, ৭ হাজার এবং ৫ হাজার টাকার সেলিব্রেশন গিফট ভাউচার!

নিয়মাবলী:

  • নারী, পুরুষ এবং শিশু, যে কারো ভিডিও পাঠানো যাবে।
  • মেইল করার পাশাপাশি গুগল ড্রাইভে নিজের ভিডিও আপলোড ও এডিট করার অপশন অন করে ড্রাইভ লিংকটিও মেইল করতে পারবেন।
  • মেইলের সাবজেক্ট হিসেবে লিখতে হবে: Le Reve Style Challenge 2020। মেইল বডিতে অবশ্যই আপনার পূর্ণ নাম, ঠিকানা এবং মোবাইল নম্বর উল্লেখ করবেন।
  • ল্যান্ডস্কেপ মুডে ভিডিও করতে হবে। রেজুলেশন হবে সর্বনিম্ন 1280×720 এবং সর্বোচ্চ 1920×1080.
  • অ্যাপ ব্যবহার করে ভিডিও তৈরি করা যাবে, প্রয়োজনে ফুটেজ এডিটও করা যাবে। তবে কোনভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করা যাবে না।
  • ১ থেকে ৮ নভেম্বর, ২০২০ এর মাঝে ভিডিও পাঠাতে হবে। ৮ তারিখ রাত ১২টার পরে কোন ভিডিও গ্রহন করা হবে না।
  • লাইক, শেয়ার, কমেন্ট এবং লা রিভ জুরি বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতেই নির্বাচিত হবে সেরা স্টাইল ভিডিও।
  • লা রিভের অফিসিয়াল ফেসবুক এবং ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করতে হবে। ২১ নভেম্বরের পরে কোন লাইক, কমেন্ট ও শেয়ার বিবেচনা করা হবেনা।
  • যেকোন সময় কন্টেস্ট শেষ করার, সময় বাড়ানোর, যেকোন ভিডিও-কন্টেন্ট মোডিফাই করার কিংবা পূর্ব নোটিস ছাড়াই যেকোন শর্ত পরিবর্তন করার সকল ক্ষমতা লা রিভ কর্তৃপক্ষ সংরক্ষণ করে। *শর্ত প্রযোজ্য*

বিজয়ী ঘোষণা করা হবে ২২ নভেম্বর, ২০২০। আরো তথ্য জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুকের ইনবক্সে।

  • No products in the cart.
Filters
x
50% offer বিজয় উৎসব ! ১৬৫৩ টাকার শপিং এ ৫৩০ টাকার গিফট ভাউচার !