লা রিভ ঈদ ভাইবস কন্টেস্ট: অংশগ্রহনের শর্তাবলী:
১. লা রিভের পোশাক পরতেই হবে এমন কোন বাধ্যতা নেই। তবে, নিজে বা পরিবারের কেউ লা রিভের পোশাক পরিহিত হলেই চূড়ান্ত বিচারে এক্সট্রা পয়েন্ট পাবেন।
২. কন্টেস্টের সময়সীমা ২৩-৩০ জুলাই ২০২১। এই সময়ের পরে পাঠানো ছবি গ্রহনযোগ্য নয়।
৩. প্রতিযোগিরা একাধিক ছবি পাঠাতে পারবেন। তবে একই ফ্রেমের একাধিক ছবি গ্রহনযোগ্য নয়।
৪. বিজয়ী নির্বাচনে কেবল লা রিভ জুরি বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে।
৫. অংশগ্রহনের মাধ্যমে প্রতিযোগি এই কন্টেস্টের সকল নিয়ম-কানুন মানতে বাধ্য থাকবেন।
৬. লা রিভ কোনভাবেই বিচারকদের পরিচয় এবং বিচারপর্বের প্রক্রিয়া ও মানদন্ড প্রকাশ করতে বাধ্য থাকবে না।
৭. যেকোন সামাজিক ও ছাপার মাধ্যমে প্রতিযোগিদের ছবি, নিজস্ব ডিজাইন প্রকাশ ও প্রমোট করার, পূর্ব নোটিস ব্যতীত যেকোন সময় যেকোন শর্ত যোগ করার, কন্টেস্ট বর্ধিত বা বন্ধ করার সকল অধিকার লা রিভ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।