রিবার্থ শিরোনামে ঈদ’২২ কালেকশন লঞ্চ করলো লা রিভ |

রিবার্থ শিরোনামে ঈদ’২২ কালেকশন লঞ্চ করলো লা রিভ

আমাদের জীবনে উৎসব ফিরে আসছে আবারো। নিউ-নর্মালকে পাশে সরিয়ে ফ্যাশনে পুনর্জীবিত হচ্ছে নতুন রঙ, ডিজাইন ও প্যাটার্ন। প্রাণের এই নব সঞ্চারণ অণুপ্রাণিত করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র‌্যান্ড লা রিভকে। আগামী ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ’ইউনিকলি ক্লাসিক ও স্টেটমেন্ট ক্যাজুয়াল’ স্টাইলের সমন্বয়ে সম্প্রতি ঈদ’২২ কালেকশন লঞ্চ করেছে ব্র‌্যান্ডটি, যার নামকরণ করা হয়েছে ’রিবার্থ’।

লা রিভের প্রধান নির্বাহী মন্নুজান নার্গিস বলেন, মোটিফ, প্যাটার্ন, সিলয়েট থেকে শুরু করে প্রিন্ট স্টোরি – লা রিভের ঈদ পোশাক ডিজাইন করার প্রতিটি ধাপে আমরা ব্যতিক্রমী, একদম নতুন কিছু করার চেষ্টা করেছি। এবারই প্রথম ঈদের ক্লাসিক স্টাইল যেমন সালোয়ার কামিজ, কামিজ, লং টিউনিক, পাঞ্জাবি ও শাড়ির পাশাপাশি  পার্টি ক্যাজুয়ালেও বিশেষ গুরুত্ব দিয়েছি আমরা। ঈদের ক্যাজুয়াল আড্ডা, ঘরে ও বাইরে পরার পার্টি পোশাক, এমনকী ঈদের ছুটিতে ঘুরতে যাওয়ার পোশাকও বাদ পড়েনি এই কালেকশনে। লা রিভের সকল স্টোর ও www.lerevecraze.com এ গ্রাহকদের জন্য কালেকশনটি ইতিমধ্যে পৌঁছে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কোভিডে মুষড়ে পড়া পৃথিবীতে প্রাণ ফিরিয়ে আনার পেছনে যে প্রাকৃতিক শক্তিগুলি কাজ করেছে, তাদের ৫টি প্রিন্ট স্টোরিতে ভাগ করেছি আমরা। এই ৫টি স্টোরি হলো, বোটানিক এনার্জি, ইন্ডিজিনাস উইজডোম, নেচারস ইমপ্রিন্ট, অর্গানিক লিনিয়েশন ও টিরেইনস ।এই প্রিন্ট স্টোরিগুলিকেই নানারকম মোটিফের সাহায্যে এই কালেকশনে ফুটিয়ে তুলেছে লা রিভ। যেমন, বোটানিক এনার্জি স্টোরিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়েছে ট্রপিকাল ও হাওয়াইয়ান ফ্লোরা ও ফনা, ফুল-পাতার হিপনোটিক রিপিট, স্প্রলিং ক্লাইম্বার্স, নেচার্স হারমোনি ইত্যাদি মোটিফ। অন্যদিক, নেচার্স ইমপ্রিন্ট স্টোরিতে প্রাধান্য পেয়েছে বাটিক ও ডাই ইফেক্টের বৈচিত্র‌্য। ঈদ কালেকশনের মূল রঙ হানি অরেঞ্জ, ডার্ক ব্রাউন ও রিফ্রেশিং গ্রিনজ্। সামারে ঈদ, তাই প্রাধান্য পেয়েছে সামার ফেব্রিকস যেমন কটন, মার্সেরাইজডস, স্ল্যাব ও রেমি কটন, ভিসকোস, কটন সাটিন, টেক্সচার্ড ফেইলি, টুইল। উৎসবের আমেজ আনতে হাফসিল্ক, সিল্ক, ক্রেপ সিল্ক, মসলিন, স্যাটিন, অরগাঞ্জা, জর্জেট ও লেস ফেব্রিকের বৈচিত্র্যময় ব্যবহারও  বাদ পড়েনি। ডিজাইন ডিটেইলিংয়ের জন্য সিকুইন, র‌্যাফল, ট্যাসেল, কারচুপি, এম্ব্রয়ডারি, প্যাচওয়ার্ক, পাইপিংয়ের পাশাপাশি দেখা যাবে ট্রেন্ডি স্লিভস ও হেমলাইনের ডিজাইন।

উইমেনজ  কালেকশন:
ঈদের সালোয়ার কামিজ, শারারা কামিজ সেট, সিঙ্গেল কামিজ, লঙ টিউনিকের পাশাপাশি লেডিস শার্ট, টপ, জাম্পস্যুট ও শর্ট টিউনিক পাওয়া যাবে নতুন কালেকশনে। সব বয়সের নারীদের জন্য কটন ও এক্সক্লুসিভ মসলিন শাড়ির সমাহার এবারের ঈদ কালেকশনের অন্যতম আকর্ষণ। এই শাড়িগুলিতে এম্ব্রয়ডারি, কারচুপি, ট্যাসেল, বর্ডার প্যাচ, ব্লক ও প্রিন্টের নতুন ট্রেন্ডে কাজ করা হয়েছে। বটমস কালেকশনে ডেনিমের পাশাপাশি পাওয়া যাবে ট্রেন্ডি হারেম, কুলোটস, পালাজ্জো, স্কার্ট ও লেগিংস। ম্যাচিং ব্যাগ, জুয়েলারি ও স্যান্ডেল কালেকশনে যোগ হয়েছে নতুন ডিজাইন।

মেনজ কালেকশন:

ঈদ উপলক্ষ্যে ঢেলে সাজানো হয়েছে লা রিভের পাঞ্জাবি কালেকশন। সিম্পল ও ক্লাসি পাঞ্জাবি স্টোরিতে যোগ হয়েছে সিঙ্গেল কালার ও ডিজিটাল প্রিন্ট পাঞ্জাবি।  ক্রিসপি সিল্ক, সাটিন, ব্লেন্ডেড ও ক্রিসপ কটনে তৈরি এই কালেকশনে সলিড সাদা, নীল, কালো, লালের পাশাপাশি কলার-প্ল্যাকেটে রুচিশীল এম্ব্রয়ডারি ও কারচুপির কাজ করা পাঞ্জাবিও দেখা যাবে। পাঞ্জাবিগুলোর সাথে মিলিয়ে তৈরি হয়েছে ম্যাচিং টুপি কালেকশন। গরমের ঈদ, তাই ক্যাজুয়াল ও কমফোর্ট শার্টে নতুন ডিজাইন এনেছে লা রিভ। এর পাশেই সাজানো হয়েছে বিজনেস ক্যাজুয়াল ও প্রিমিয়াম-কোয়ালিটি ফর্মাল শার্ট কালেকশন। এই শার্টগুলি অফিসের পাশাপাশি যেকোন পার্টি ও বিয়ের আসরে পরলে ভালো লাগবে। অফিস ও আড্ডায় পরার উপযোগি পোলো ও টিশার্টের সাথে যোগ হয়েছে কটন, টেনসেল ও নিটের পাজামা প্যান্টস। অ্যাক্সেসরিজ বিভাগে পাওয়া যাবে ম্যাচিং লেদার ওয়ালেট, স্যান্ডেল, সুজ এবং বেল্ট।

কিডস কালেকশন:

সিঙ্গেল কালারে এম্ব্রয়ডারি করা অরগাঞ্জা, লেস, সাটিন, টুল্যে ও  সিকুইন্স মেশ ফেব্রিকে তৈরি রঙিন পার্টি ফ্রকের চোখজুড়ানো কালেকশন এবারের কিডস সেকশনের প্রধান আকর্ষণ।  একই সাথে ট্রেন্ডি টিউনিক, কামিজ, সালোয়ার কামিজ, ঘাগরা-চোলি, শার্ট, টপের সাথে ম্যাচিং পালাজ্জো, লেগিংস, কুলোটস ও বারমুডা প্যান্টস কালেকশনটিকে সম্পূর্ণ করেছে। ছেলেশিশুদের জন্য পাঞ্জাবি, শার্ট, পোলো, টিশার্টে প্রিন্ট ও এম্ব্রয়ারির মাধ্যমে ফোটানো হয়েছে পছন্দের সুপারহিরো, ভেহিকেল, ক্যারিকেচার, অ্যাডভেঞ্চার ও এথনিক মোটিফ। নবজাতকদের জন্যেও এই স্টাইলগুলির মিনি-ভার্সন রাখা হয়েছে। ঈদ’২২ কালেকশনটি পৌঁছে গেছে দেশব্যাপী লা রিভের ১৯টি স্টোরে। ঘরে বসে কিনতে ব্রাউজ করতে পারেন লা রিভের অনলাইন www.lerevecraze.com এ। এছাড়াও লা রিভের অফিসিয়াল ফেসবুক পেজ www.facebook.com/lerevecraze এর মেসেঞ্জারেও অর্ডার প্লেস করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • No products in the cart.
x