পোশাক দীর্ঘসময় সুগন্ধি ও সতেজ রাখার কার্যকর উপায়

পোশাক দীর্ঘসময় সুগন্ধি ও সতেজ রাখার কার্যকর উপায়

পোশাক দীর্ঘসময় সুগন্ধি ও সতেজ রাখার কার্যকর উপায়

পার্টিতে যাবেন, সবচেয়ে ভালো পোশাকটি ক্লজেট থেকে বের করলেন। পরার সময় খেয়াল করলেন, কেমন যেন চাপা গন্ধ। বা প্রতিদিনের বা অফিসের পরিধান। সেই পোশাক যদি বাজে গন্ধ ছড়ায়, তাহলে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় ঘামের গন্ধ, ময়লা বা দীর্ঘ সময় ক্লজেটে বন্ধ করে রাখার কারণে পোশাকে দুর্গন্ধ তৈরি হয়। এই ব্লগে দেখে নিন কার্যকর কিছু উপায়, যেগুলো আপনার পোশাককে সারাদিন ধরে রাখবে সতেজ ও সুঘ্রাণময়।

পোশাক দীর্ঘসময় সুগন্ধি ও সতেজ রাখার কার্যকর উপায়

. পরিষ্কার শুকনো রাখা জরুরি

পোশাক দীর্ঘদিন ফ্রেশ রাখতে চাইলে সবার আগে প্রয়োজন পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো রাখা। প্রতিদিনের ঘাম, ধুলোবালি, তেল-ময়লা জমে থাকা কাপড় কেবল গন্ধই নয়, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ও মোল্ড’ও জন্ম নেয়।

একবার পরার পরেই যদি পুরোপুরি ওয়াশ করা সম্ভব না হয়, তাহলে হালকা গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে, কড়া সূর্যের আলোতে শুকিয়ে নেন। ভারি কাপড় যেমন জিন্স (Jeans), ব্লেজার, জ্যাকেট, আবায়া(Abaya) প্রতিদিন ধোয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে উল্টে রোদে বা হাওয়ায় শুকিয়ে নিন। এতে গন্ধ কমে যাবে এবং ফেব্রিকও দীর্ঘস্থায়ী হবে।

ফেব্রিক ফ্রেশনার বা ওয়ারড্রব স্যাশে ব্যবহার করুন

. ফেব্রিক ফ্রেশনার বা ওয়ারড্রব স্যাশে ব্যবহার করুন

বাজারে এমনভাবে অনেক ধরনের বডি ও ফেব্রিক স্প্রে পাওয়া যায় যা কাপড়ের জন্য নিরাপদ এবং পোশাকে নিমিষেই সুগন্ধ এনে দেয়। সেক্ষেত্রে চেক করে নিতে পারেন তাতে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান থাকে যা ঘামের ব্যাকটেরিয়া নষ্ট করে।

আর ক্লজেটে ছোট ছোট সুগন্ধি পাউচ বা স্যাশে রেখে দিতে পারেন। আজকাল ফেব্রিক স্যাশে লিখে সার্চ দিলে দেশে বসেই অনলাইনে এমন স্যাশে পাওয়া যায়। ল্যাভেন্ডার, গোলাপ, চন্দন কাঠের স্যাশে কাপড়ে মৃদু ও প্রশান্তিকর গন্ধ ছড়ায়। সিডার কাঠের ব্লকও রাখা যায়। ব্যাকটেরিয়ার উপদ্রব কমাতে শুকনো নিমপাতা পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে কাপড়ের ভাঁজে ভাঁজে রেখে দিতে পারেন। অনেকে নিজের পছন্দের পারফিউমের গন্ধই কাপড়ে চান। সেক্ষেত্রে তুলাতে পারফিউম স্প্রে করে একটা ছোট কাপড়ে মুড়িয়ে আলমারির কোনায় রেখে দিন। আর পারফিউম হোক বা স্প্রে, লেবেল দেখে নেবেন। কিছু স্প্রে সিল্ক বা মসলিন শাড়ির (Muslin Saree) মত ডেলিকেট কাপড়ের জন্য উপযুক্ত নয়।

পোশাক সুগন্ধি ও সতেজ রাখার ঘরোয়া উপায়

. ঘরোয়া উপায়

সবাই বাজার থেকে প্রোডাক্ট কিনতে পারেন না বা ইচ্ছেও করে না। তাদের জন্য রয়েছে সহজ ঘরোয়া উপায়।

  • কফি: কফি প্রাকৃতিকভাবে গন্ধ শোষণ করে। একটি ছোট কাপড়ে কিছু কফির দানা বেঁধে আলমারির কোনে রাখুন। একমাস পরে তা বলে দিন। কফির একটা মৃদু ঘ্রাণ ও ফ্রেশনেস পাবেন।
  • বেকিং সোডা: এটি একটি শক্তিশালী ডিওডোরাইজার। ১ চামচ বেকিং সোডা একটি খোলা পাত্রে আলমারিতে কয়েকঘন্টা রেখে দিন। এটি আলমারির ভ্যাপসা গন্ধ শুষে নেবে।
  • চারকোল: অ্যাক্টিভেটেড চারকোল বা কয়লা দূষিত গন্ধ টেনে নেয়। কালির দাগ থেকে বাঁচতে ছোট কাপড়ে পুটলি বেঁধে আলমারির কোনায় রেখে দিতে পারেন। কয়লা এয়ার পিউরিয়ার হিসেবে কাজ করে, সাথে ফাঙ্গাল ইনফেকশন থেকেও বাঁচায়।
  • পুরোনো পারফিউম: পুরনো পারফিউম ফেলে না দিয়ে তার ঢাকনার মধ্যে তুলা ভিজিয়ে নিন। ভাঁজ করা পোশাকের স্ট্যাকে ফেলে রাখুন। সময়ের সাথে তা হালকা কিন্তু মিষ্টি ঘ্রাণ ছড়াবে।

Pink Georgette Gown

. দীর্ঘদিন পরা হয় না এমন পোশাকের জন্য

অনেক সময় কিছু পোশাক বছরে একবার বা দুইবারই ব্যবহার হয়। যেমন শাড়ি (Saree), লেহেঙ্গা, সিল্ক শাড়ি, গাউন ইত্যাদি। এই কাপড়গুলো সংরক্ষণে প্রয়োজন বাড়তি যত্ন। এই পোশাকগুলি মাসে অন্তত একবার এ ধরনের পোশাক রোদে দিন। সিল্ক বা ডেলিকেট ফেব্রিক হলে সকালের নরম রোদে আধা ঘন্টা রোদে দেয়াই যথেষ্ট। শাড়ি বা বড় গাউন (Gown) ভাঁজ করে রাখলে একই জায়গায় চাপ পড়ে এবং সে অংশে গন্ধ জমা হয়। মাঝে মাঝে ঝুলিয়ে রাখলে সেই ভাঁজের জায়গা বদল হবে এবং বাতাস লাগবে। যেমন, বিয়ের শাড়ি হয়তো বছরে বা দুই বছরে একবার পরা হয়। তাহলে সেটিকে কাপড়ে মুড়িয়ে রাখার পাশাপাশি বছরে একবার রোদে দেয়া ও সুগন্ধি স্যাশের সাথে রাখা উচিত।

দীর্ঘদিন পরা হয় না এমন পোশাকের সতেজ রাখার উপায়

. অতিরিক্ত টিপস

  • অফিসের জামায় ঘামের গন্ধ, ধুলোবালি বেশি থাকে। একই আলমারিতে পার্টি ড্রেস রাখলে সেই গন্ধ ছড়িয়ে পড়তে পারে। এজন্য পার্টি পোশাকে আলাদা কভার ব্যবহার করুন বা অন্য ডিভাইডারে রাখুন।
  • বাতাস চলাচলের জন্য সপ্তাহে অন্তত একবার আলমারির দরজা ১-২ ঘন্টা খোলা রাখুন। অথবা, আলমারি বা ব্লজেটের পেছনে এয়ার ফ্লো ডাক্ট রাখার ব্যবস্থা করুন। এয়ার ফ্লো না থাকলে কাপড়ে গন্ধ জমে যায়।
  • কাপড়ের যত্ন বা সুগন্ধি ধরন অনুযায়ী নির্বাচন করা ভালো। সুতির কাপড় ঘাম বেশি শোষণ করে, তাই ধোয়া ও শুকানোর বিষয়ে বেশি মনোযোগ দিতে হবে। সিল্ক, শিফন বা সিনথেটিক কাপড়ের ক্ষেত্রে স্প্রের ব্যবহার বেশি উপযোগি।
  • বর্ষাকালে ঘর বা ওয়ারড্রোবে আর্দ্রতার পরিমাণ বেড়ে যায়। সেক্ষেত্রে সপ্তাহে অন্তত একবার আলমিরার দরজা খুলে ডি-হিউমিডিফায়ার ব্যবহার করুন। আলমিরায় আর্দ্রতা থাকবে না।

সুন্দর ও ফ্রেশ সুগন্ধি দেয় এমন পোশাক শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, আত্মবিশ্বাস বাড়ায়। সঠিক যত্ন ও সংরক্ষণের মাধ্যমে আপনি আপনার পোশাককে অনেকদিন সুগন্ধি, জীবানুমুক্ত ও দীর্ঘস্থায়ী রাখতে পারবেন। আজই চেষ্টা করুন এই সহজ উপায়গুলো। পোশাকের সুগন্ধেই ছড়িয়ে পড়ুক আপনার ব্যক্তিত্বের সুবাস।

  • খাদিজা ফাল্গুনী
  • No products in the cart.
Filters
x